১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯

ঝোঁপের ভেতর ৫৩ ককটেল

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুর পাড়ের ঝোঁপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পরিত্যক্ত ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার ওসি দেওয়ান কউশিক আহমেদ। এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার পৌর শহরের শ্যামলীপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় এ ককটেলগুলো উদ্ধার করা হয়।
উল্লাপাড়া মডেল থানার এসআই আসাদুজ্জামান রিপন এতথ্য নিশ্চিত করে জানান, পৌর এলাকার শ্যামলী পশ্চিমপাড়া ঈদগাহ মাঠের পাশে পুকুরপাড়ের ঝোঁপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ককটেল দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৫৩টি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। কে বা কারা এখানে এই ককটেলগুলো রেখেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ককটেলগুলো এখন থানা হেফাজতে রাখা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৮, ২০১৮ ৩:৪৩ অপরাহ্ণ