১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১২

টাঙ্গাইলে অস্ত্রসহ ডাকাত সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলে শীর্ষ নৌ-ডাকাত সিরাজ শিকদারের প্রধান সহযোগী আব্দুল হালিমকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার ভোরে টাঙ্গাইল সদর উপজেলার চর পৌলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। সকালে র‍্যাব- ১২ এর ৩নং কোম্পানির কমান্ডার মোহাম্মদ রবিউল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, গ্রেফতারকৃত ডাকাত সদস্য আব্দুল হালিম তার সহযোগীদের নিয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর চর এলাকায় দীর্ঘদিন ধরে নৌ-ডাকাতি ও খুনসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। আব্দুল হালিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৮, ২০১৮ ৩:২২ অপরাহ্ণ