১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৩

সুষ্ঠু নির্বাচনের আলামত দেখা যাচ্ছে না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের কোনো আলামত দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করারও আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আট দিনের কর্মসূচি ঘোষণা করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির অংশগ্রহণ সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেবে সেটা আগেই দলের স্থায়ী কমিটির বেঠকে চূড়ান্ত হয়েছে। তবে প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৮, ২০১৮ ১:২৮ অপরাহ্ণ