১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৩
FILE PHOTO - Central Intelligence Agency Director Mike Pompeo testifies before the U.S. Senate Select Committee on Intelligence on Capitol Hill in Washington, U.S. May 11, 2017. REUTERS/Eric Thayer

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সিআইএ’র সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের কয়েকটি শহরে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন ঘোষণা করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। রবিবার সংস্থার পরিচালক মাইক পম্পেও ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সুস্পষ্টভাবে ইরানে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, গোলযোগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টির তৎপরতার প্রতি সমর্থন ঘোষণা করেন। একইসঙ্গে তিনি ইরানের পরমাণু সমঝোতার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান সমর্থন করে বলেন, যুক্তরাষ্ট্র এই সমঝোতায় থাকবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টের রয়েছে।

এই নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের বহু কর্মকর্তা ইরানের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন ঘোষণা করলেন। মার্কিন কর্মকর্তারা ইরানের বিক্ষোভকে  সেদেশের ইসলামি সরকার ব্যবস্থাকে উৎখাতের ‘সুযোগ’ বলে অভিহিত করেন। কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার ইরানের বিশৃঙ্খলা সম্পর্কে যুক্তরাষ্ট্রের চাপে অনুষ্ঠিত একটি বৈঠক ব্যর্থ হয়। এর ফলে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে কথিত যে ‘সুযোগ’ও ব্যর্থ হয়ে যায়।

সম্প্রতি দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে রাজধানী তেহরানসহ ইরানের কয়েকটি শহরে কিছু মানুষ বিক্ষোভ করে। শান্তিপূর্ণ ওই বিক্ষোভকে কাজে লাগিয়ে কিছু সুযোগসন্ধানী ব্যক্তি নাশকতামূলক তৎপরতা চালায় ও সরকারি সম্পদের ক্ষতি করে। এই অপরাধমূলক তৎপরতার নিন্দা জানিয়ে গত বুধবার থেকে ইরানজুড়ে সরকারের সমর্থনে বিশাল বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৮, ২০১৮ ১১:৩৯ পূর্বাহ্ণ