১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৪

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

ফরিদপুর প্রতিবেদক:
ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার পরীক্ষিতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে মধুখালী হাসপাতালের চিকিৎসক ডা. রেজাউল ইসলাম রেজা জানান, আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের আলম মণ্ডলের পুত্র খোরশেদ মণ্ডল (৩৫) তার স্ত্রী তানিয়া বেগমকে (৩০) নিয়ে চুয়াডাঙ্গা থেকে ফরিদপুর আসছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে মধুখালী উপজেলার পরীক্ষিতপুর নামক স্থানে পৌঁছালে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ৭, ২০১৮ ৭:২৯ অপরাহ্ণ