১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৯

আজ রাতে মুখোমুখি হচ্ছে আর্সেনাল-নটিংহাম

স্পোর্টস ডেস্ক:

আসরের তৃতীয় রাউন্ডে নটিংহাম ফরেস্টের মুখোমুখি হবে আর্সেনাল। দ্যা সিটি গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ১০টায়। আরেক ম্যাচে টটেনহাম হটস্পার মুখোমুখি হবে এএফসি উইম্বলডনের। ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে রাত ৯টায়।

দ্যা সিটি গ্রাউন্ড। দ্বিতীয় সারির ক্লাব নটিংহাম ফরেস্টের মাঠ। তাদের মাঠেই এবার আতিথ্য নেবে আর্সেনাল। লিগের বর্তমান অবস্থান যেমনই হোক, এফএ কাপে গানারদের রেকর্ডটা কিন্তু চোখে আঙ্গুল তুলে দেখানোর মত। সবচেয়ে বেশি রেকর্ড ১৩ বার এই শিরোপা ঘরে তুলেছে আর্সেনাল। তাই ম্যাচটি যে কিছুটা একপেশে হবে তা আগে থেকেই ধারণা করতে পারে ফুটবল ভক্তরা।

সব রকম প্রতিযোগিতা মিলিয়ে নটিংহামের বিপক্ষে শেষ ১৪ ম্যাচের মাত্র ১টিতে হেরেছে আর্সেনাল। এদিকে গেলো ৪ মৌসুমের তিনটিতেই শিরোপা নিজেদের দখলে নিয়েছে গানাররা। তাই পরিসংখ্যান কথা বলছে আর্সেনালের পক্ষেই। তবে এ ম্যাচের আগে বেশ কিছু দু:সংবাদ অপেক্ষা করছে গানার শিবিরে। তিন ম্যাচের নিষেধাজ্ঞা এ ম্যাচ দিয়েই শুরু হচ্ছে কোচ আর্সেন ওয়েঙ্গারের। এছাড়া ইনজুরি একরকম বাসা বেঁধে আছে আর্সেনাল শিবিরে। গ্রানিত জাকা, কোলাসিনাক, রামসী, জিরুড, নাচো প্রত্যেকেই থাকবেন সাইডলাইনে ইনজুরির কারণে। তারপরও ভালো কিছুর আশায় মাঠে নামবে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা।

আরেক ম্যাচে টটেনহাম হটস্পার আতিথ্য দেবে এএফসি উইম্বলডনকে। ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ ওয়ান সাইড উইম্বলডন দ্বিতীয়বারের মত কোন লড়াইয়ে নামছে। অন্যদিকে স্পাররা এফএ কাপের শেষ ৭ ম্যাচের প্রতিটিতেই জয় তুলে নিয়েছে।

হ্যারি কেইন, এরিকসেন, ভারতোঙ্ঘেন সবাইকেই বিশ্রামে রেখেছেন কোচ পোচেত্তিনো। টবি, রোজরা পড়েছেন ইনজুরির কবলে। তাই ফার্নান্দো লরেন্তো, এরিক লামেলা আর হুয়ান ফোইথদের ওপরই ভরসা রাখছেন কোচ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ৭, ২০১৮ ৭:২৬ অপরাহ্ণ