১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৪

টেস্ট ক্রিকেটে ১২ হাজার রান ক্লাবের সদস্য হলেন কুক

স্পোর্টস ডেস্ক:

টেস্ট ক্রিকেটে ১২ হাজার রান ক্লাবের ষষ্ঠ সদস্য হলেন ইংল্যান্ডের এলিস্টার কুক। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান এ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে রবিবার তিনি লংগার ভার্সনে ১২ হাজার রান পুর্ন করেন। ম্যাচের চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতির পর এক রান নিয়ে অভিযাত ক্লাবের সদস্য হন তিনি।

গত সপ্তাহে মেলবোর্ন টেস্টে অপরাজিত ২৪৪ রান করা ৩৩ বছর বয়সী কুক নিজের ১৫২তম ম্যাচে এ কৃতিত্ব অর্জন করেন। টেস্টে ভার্সনে ১২ হাজার রান করা খেলোয়াড় তালিকা:

খেলোয়াড়                   রান         গড়        সেঞ্চুরি

শচিন টেন্ডুলকার(ভার)     ১৫,৯২১     ৫৩.৭৮   ৫১

রিকি পন্টিং(অস্ট্রেলিয়া)    ১৩,৩৭৮    ৫১.৮৫   ৪১

জক ক্যালিস(দ:আফ্রিকা)    ১৩,২৮৯    ৫৫.৩৭   ৪৫

রাহুল দ্রাবিড়(ভারত)      ১৩,২৮৮    ৫২.৩১    ৩৬

কুমার সাঙ্গাকারা(শ্রীলংকা)   ১২,৪০০     ৫৭.৪০   ৩৮

এলিস্টার কুক(ইংল্যান্ড)    ১২,০০৫     ৪৬.৩৫    ৩২

দৈনিক দেশজনতা /এন আর

 

 

 

প্রকাশ :জানুয়ারি ৭, ২০১৮ ৭:০৮ অপরাহ্ণ