১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৯

মাউশির নতুন মহাপরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান

নিজস্ব প্রতিবেদক:

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান। চলতি দায়িত্বে মাহবুবুর রহমানকে এই নিয়োগ দিয়ে আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করা হয়েছে। বর্তমান মহাপরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামানের চাকরির মেয়াদ শেষ হয় গতকাল শনিবার।

শিক্ষা মন্ত্রণালয়ের জারী করা নিয়োগের আদেশে বলা হয়েছে, এই চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়। এই দায়িত্ব দেয়ার কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না। সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে এ চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে।

গত বছরের ১৭ এপ্রিল ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও সমাজবিজ্ঞানের অধ্যাপক মাহবুবুর রহমানকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছিল।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ৭, ২০১৮ ৭:০৪ অপরাহ্ণ