নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়ন থেকে সোয়া লাখ টাকা মূল্যের ৩৯০টি ইয়াবা বড়িসহ রবিন সরকার (২৩) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার দুপুর পৌনে একটার দিকে তাকে আটক করা হয়। র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের স্কোয়াড অধিনায়ক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রাজীব কুমার দেবের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
আটক রবিন চিনাডুলী ইউনিয়নের দক্ষিণ গিলাবাড়ী গ্রামের মৃত শাহনেওয়াজ সরকারের ছেলে।
র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের উপ-পরিচালক পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, র্যাবের অভিযানিক দলটি রোববার দুপুর পৌনে একটার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের ইসলামপুর-ঘুঠাইল সড়কের কাছিমা সেতু এলাকায় অভিযান চালায়। এ সময় তারা স্থানীয় কামাল মনজিলের বাড়ির সামনে থেকে রবিন সরকার নামে মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৩৯০টি ইয়াবা বড়ি, দুটি মুঠোফোন, চারটি সিমকার্ড ও মাদক বিক্রির ১ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ১৭ হাজার টাকা।
তিনি আরও জানান, এ ব্যাপারে রবিন সরকারকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ