২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১১

নেপালের দক্ষিণাঞ্চলে শৈত্যপ্রবাহে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত সীমান্তবর্তী নেপালের দক্ষিণাঞ্চলীয় তরাই অঞ্চলে গত দুই দিনে শৈত্যপ্রবাহে ৯ জন মারা গেছেন। প্রচণ্ড ঠাণ্ডায় ওই এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার গণমাধ্যমে একথা বলা হয়েছে। খবর সিনহুয়ার।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, প্রচণ্ড ঠাণ্ডায় জমে সাপতারি জেলায় ছয়জন ও রাউতাহাট জেলায় তিনজন মারা গেছেন। এদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ।

গজেন্দ্র নারায়ণ সিংহ সাগরমাথা জোনাল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট রঞ্জিত কুমার ঝাঁ বলেন, অসহনীয় ঠাণ্ডার কারণেই এদের মৃত্যু হয়েছে।

সূত্র : বাসস

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :জানুয়ারি ৭, ২০১৮ ৫:২০ অপরাহ্ণ