An A-29 Super Tucano flies over Afghanistan during a training mission April 6, 2016. The A-29 is a light attack aircraft that can be armed with two 500-pound bombs, twin .50-caliber machine guns and rockets. Aircrews are trained on aerial interdiction and armed overwatch missions that enable a preplanned strike capability. The Afghan air force currently has eight A-29s but will have 20 by the end of 2018. Train, Advise, Assist Command-Air teams work daily with the Afghan air force to help build a professional, sustainable and capable air force. (U.S. Air Force photo/Capt. Eydie Sakura)
আফগানিস্তানে বিমান হামলায় ২০ জঙ্গি নিহত
আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের ফারাহ প্রদেশে বিমান হামলা চালিয়েছে দেশটির বিমান বাহিনী। এতে অন্তত ২০ জঙ্গি নিহত হয়েছে। এছাড়া আরও আটজন আহত হয়েছে। নিহতদের মধ্যে জঙ্গিদের স্থানীয় তিন কমান্ডার রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে রবিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘বিমান বাহিনী শনিবার ফারাহ প্রদেশের খাক-ই-সাফিদ জেলায় জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এতে তিন কমান্ডারসহ অন্তত ২০ জঙ্গি নিহত ও অপর আটজন আহত হয়েছে।’
সূত্র: সিনহুয়া
দৈনিক দেশজনতা /এন আর
প্রকাশ :জানুয়ারি ৭, ২০১৮ ৫:১৭ অপরাহ্ণ