১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২১

ত্রিদেশীয় সিরিজে ১৬ সদস্যের দল ঘোষনা

ক্রীড়া প্রতিবেদক:

আগেই আঁচ করা গিয়েছিল, ত্রিদেশীয় সিরিজের দলে ওপেনার হিসেবে এনামুল হক বিজয় ফিরতে পারেন। এ নিয়ে বেশ কয়েকবার রিপোর্ট প্রকাশ হয়েছে। শুধু তাই নয়, ত্রিদেশীয় সিরিজে বাদ পড়তে যাচ্ছেন সৌম্য সরকার।

অবশেষে সব জ্বল্পনা-কল্পনা সত্য প্রমাণ করে সৌম্য সরকার, লিটন কুমার দাস এবং পেসার তাসকিন আহমেদকে বাদ দিয়ে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নির্বাচকরা। ঘোষিত এ দলে ফিরেছেন এনামুল হক বিজয়। উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন এবং পেসার আবুল হাসান রাজু।

১৬ সদস্যের দল

তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদি মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, সাইফউদ্দীন, সানজামুল ইসলাম ও মোহাম্মদ মিঠুন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ৭, ২০১৮ ৪:০৮ অপরাহ্ণ