১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৮

রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৪৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪৫ জনকে গ্রেফতার পুলিশ। শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট, সাড়ে চার কেজি গাঁজা, ২২৪ গ্রাম হেরোইন ও ৮১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৭, ২০১৮ ১২:৪৫ অপরাহ্ণ