বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
ব্ল্যাকবেরি ও উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ পরিষেবা। ইতোমধ্যে ব্ল্যাকবেরি ওস এবং উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে হোয়াটসঅ্যাপের পরিষেবা বন্ধ করা হয়েছে। ৩১ ডিসেম্বর থেকে এই সেবা আর অপারেটিং সিস্টেমে এই সেবা আর মিলছে না। যদিও ব্ল্যাকবেরি ১০ এ আরও কিছুদিন হোয়াটসঅ্যাপ সেবা মিলবে। একটি খবরে জানানো হয়েছে আরও দুই সপ্তাহ হোয়াটসঅ্যাপ ব্যাবহার করতে পারবেন ব্ল্যাকবেরি ১০ ইউজাররা।
যদিও শুধুমাত্র রেজিস্টার্ড অ্যাকাউন্টেই কাজ করবে হোয়াটসঅ্যাপ। ব্ল্যাকবেরি ১০ এ নতুন করে আর কোন লগ ইন করা যাবে না হোয়াটসঅ্যাপে। ফলে আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ পাঠানো যাবে না এই অপারেটিং সিস্টেমে।
কারণ সার্ভারের সাথে কানেকশান বন্ধ হয়ে যাবে এই ফোনগুলির। যদিও ফোনের পুরোনো মেসেজগুলি থেকে যাবে ব্ল্যাকবেরি ১০ ফোনে। এবং ইউজাররা যখন খুশি সেগুলি খুলে দেখতে পারবেন। ইউজার সংখ্যা খুব কম হওয়ার কারণেই এই অপারেটিং সিস্টেমগুলিতে সাপোর্ট দেওয়া বন্ধ করে দিল হোয়াটসঅ্যাপ। আগেই নকিয়া এস ৬০ এবং এস ৪০ প্ল্যাটফর্মে সাপোর্ট বন্ধ করেছিল হোয়াটসঅ্যাপ। বাজারে অ্যানড্রয়েড ও আইওএস এর বাড়বাড়ন্তের কারণেই বাকি প্ল্যাটফর্মগুলি থেকে সাপোর্ট তুলে নিলো এই জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং সার্ভিস।
দৈনিকদেশজনতা/ আই সি