২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:২৬

খাগড়াছড়িতে দ্বিতীয় দিনের অবরোধ চলছে

খাগড়াছড়ি প্রতিনিধি:  

দ্বিতীয় দিনের মতো খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। ইউপিডিএফ’র অন্যতম সংগঠক মিঠুন চাকমাকে হত্যার প্রতিবাদ, দলীয় অফিসে শ্রদ্ধা নিবেদনে বাধাদান এবং শনিবারের (৬ জানুয়ারি) সড়ক অবরোধে প্রশাসনের টিয়ারসেল নিক্ষেপের প্রতিবাদে আরও একদিন সড়ক অবরোধ বাড়ানো হয়। অবরোধ চলবে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সকাল থেকে খাগড়াছড়ি জেলার অভ্যন্তরীণ ও দূর পাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে শহরের মধ্যে অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। সকালে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলো পুলিশি প্রহরায় খাগড়াছড়িতে প্রবেশ করেছে। অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে পিকেটিং এর খবর পাওয়া গেছে। জেলার সব গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত বুধবার (৩ জানুয়ারি) দুপুরে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ’র অন্যতম সংগঠক মিঠুন চাকমাকে খাগড়াছড়ি শহরের স্লুইচ গেইট এলাকায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিজ দলের বিদ্রোহীদের দায়ী করেছে ইউপিডিএফ। এর আগে অভ্যন্তরীণ দ্বন্দ্বে গত নভেম্বরে দুই ভাগে বিভক্ত হয় দলটি। সংগঠনের বিদ্রোহীদের নিয়ে ‘গণতান্ত্রিক ইউপিডিএফ’ নামে আত্মপ্রকাশ করে নতুন আরেকটি সংগঠন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৭, ২০১৮ ১০:২৩ পূর্বাহ্ণ