১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪২

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক :

ঠাকুরগাঁওয়ে ট্রাক-রিক্সার।সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ হেলপারকে আটক করেছে পুলিশ। শনিবার জেলা শহরের বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: শহরের নিশ্চিন্তপুর এলাকার প্রয়াত গাওসুল আজমের ছেলে শোভন (২৪) ও অপরজন রিক্সা চালক (৩০)। তাৎনিকভাবে তার নাম জানা যায়নি। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ ট্রাকের হেলপার তোয়াবুর রহমান (৩৫)।

প্রত্যদর্শীরা জানান, শহরের বাসস্ট্যান্ড থেকে রিক্সায় করে শোভন বাড়িতে যাচ্ছিল। পথে বিজিবি ক্যাম্পের সামনে পৌঁছলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক পেছন দিক থেকে রিক্সাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শোভন মারা যায়। পরে ট্রাকটি না থেমে রিক্সাটিসহ তাঁর চালককে টেনে হিঁচড়ে প্রায় তিন কিলোমিটার খোচাবাড়ি নামক এলাকা পর্যন্ত নিয়ে যায়। এরপর সেখানে রিক্সা চালকের মৃত্যু। পরে স্থানীয় লোকজন ট্রাকসহ হেলপারকে আটক করে পুলিশে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) মো. কফিল উদ্দীন বলেন, এ ঘটনার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ৬, ২০১৮ ৮:৩৯ অপরাহ্ণ