২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৫০

ঢাকা সফরে আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক:

চলতি মাসেই ঢাকা সফরে আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জোকো উইডোডো চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকা আসবেন বলে জানিয়েছে সংশ্নিষ্ট সূত্র। তার সফরসূচি দু-একদিনের মধ্যে চূড়ান্ত হবে। সফরকালে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দূত হিসেবে বাংলাদেশ সফর করেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি। সফরকালে তিনি দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় ও রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন।

সে সময় এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, তার দেশের প্রেসিডেন্ট জোকো উইডোডো তাকে তিনটি বার্তাসহ বাংলাদেশে পাঠিয়েছেন। এর মধ্যে রয়েছে শরণার্থী সমস্যার কারণে বাংলাদেশের ওপর যে বোঝা চেপেছে, সেজন্য ইন্দোনেশিয়ার পক্ষ থেকে সহমর্মিতা জানানো, বাংলাদেশকে সহায়তা করতে ইন্দোনেশিয়া তৈরি আছে একথা জানানো এবং বাস্তব পরিস্থিতি নিয়ে সরাসরি আলোচনা করা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ৬, ২০১৮ ৮:৩২ অপরাহ্ণ