১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৪

উইলিয়ামসনের সেঞ্চুরিতে বড় জয় নিউজিল্যান্ডের

নিজস্ব প্রতিবেদক:

স্বাগতিক নিউজ্যিলান্ডের কাছে পাত্তাই পেল না পাকিস্তান। কেন উইলয়ামসনের দারুণ সেঞ্চুরিতে নিউজিল্যান্ড ৬১ রানে উড়িয়ে দিয়েছে পাকিস্তানকে।এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ এগিয়ে রইলো কিউইরা। ওয়ালিংটনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভার ৭ উইকেটে ৩১৫ রানের বিরাট স্কোর গড়ে তুলে। ১১৫ বলে ১১৭ রান করেন কেন উইলিয়ামসন।

পাকিস্তানের ইনিংসে বৃষ্টি হলে খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। পরে ডার্ক লুইস মেথডে ৩০.১ ওভারে পাকিস্তানকে ২২৮ রানের লক্ষ্য বেঁধে দেওয়া হয়।কিন্তু পাকিস্তান ৬ উইকেট হারিয়ে ১৬৬ তুলতে সক্ষম হয়। নিউজিল্যান্ডের হয়ে ২২ রানে ৩টি উইকেট নেন টিম সাউদি।২টি উইকেট পান ট্রেন্ট বোল্ড। সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড : ৫০ ওভারে ৩১৫/৭( গাপটিল ৪৮, মনরো ৫৮ , উইলিয়ামসন ১১৫, নিচোলস ৫০ ; হাসান আলী ৩/৬১)। পাকিস্তান : ৩০.১ ওভারে ১৬৬/৬( ফখর জামান অপরাজিত ৬২, শোয়েব মালিক ১৩, সাদাব খান ২৮, ফাহিম আশরাফি অপরাজিত ১৭। সাউদি ৩/২২। ট্রেন্ট বোল্ড ২/৩৫ । ফলাফল : ডিএল পদ্ধতিতে ৬১ রানে জয়ী নিউজিল্যান্ড।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৬, ২০১৮ ৩:৩১ অপরাহ্ণ