১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৫

টেকনাফে ৭ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কাটাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, শনিবার ভোর ৫টার দিকে বিজিবি সদস্যরা কাটাঁবনিয়ার মেরিন ড্রাইভ সড়ক এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। যার মূল্য ২২ কোটি ৪০ লক্ষ টাকা।

তিনি বলেন, ইয়াবা গুলো টেকনাফ ২ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। তা পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করা হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৬, ২০১৮ ৩:২৪ অপরাহ্ণ