বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা সালমান খানকে ভরা আদালতে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণই নামে এক কুখ্যাত গ্যাংস্টার। গত বৃহস্পতিবার কৃষ্ণসার হরিণ মারার ঘটনার মামলায় হাজিরা দেন সালমান খান। এসময় আদালতের মধ্যে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণ এ হত্যার হুমকি দেয়।
এনডিটিভি খবরে বলা হয়, ওই দিন যথা সময়ে আদালতে হাজির হন সালমান খান। হাজিরার পর থেকে তেমন কোনও ঝামেলাও হয়নি। তবে সমস্যা শুরু হয় পরে। যখন একই কোর্টরুমে হাজির হয় কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণই। লরেন্সকে যখন নিরাপত্তার বেষ্টনিতে আদালতে হাজির করা হয় তখন তিনি বলেন, ‘সালমানকে এই যুধপুরে মারা হবে, তবেই সে আমাদের আসল পরিচয় জানতে পারব’। কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনায় এই নিয়ে দ্বিতীয় দিন আদালতে হাজিরা দিয়েছেন সালমান।
দৈনকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

