২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৯

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। শনিবার জেলায় দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল থেকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সূর্যের দেখা মিলেছে। তবে শৈত্যপ্রবাহ আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে খেটে খাওয়া মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কর্ম কমে যাওয়ায় পরিবার নিয়ে কষ্টে আছেন তারা। এলাকার বিভিন্ন মোড় ও চায়ের দোকানে শীত নিবারণে খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের। তীব্র শীতে প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। ফলে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষেরা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক জানান, শনিবার দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৮ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা জেলায়। তিনি জানান, এটি শুধু সারাদেশে আজ নয়, চলতি শীত মৌসুমেই তাপমাত্রার সর্বনিম্ন রেকর্ড।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ৬, ২০১৮ ১১:১৮ পূর্বাহ্ণ