২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৩৬

ডার্ক সার্কেল দূর করতে দুধ

লাইফ স্টাইল ডেস্ক:

নানা কারণে আমাদের চোখে ডার্ক সার্কেল পরেতে পারে। অনেকের এটা আবার বংশগত কারণে হয়ে থাকে। আবার অনেকের অনেক স্বাস্থ্য সমস্যার কারণেও চোখে ডার্ক সার্কেল হয়। এছাড়া ডার্ক সার্কেলের সমস্যায় নারী পুরুষ যে কেউই পড়তে পারেন। মানসিক চাপ, রাত জাগার কারণে ডার্ক সার্কেলের সমস্যা দেখা দেয়। ক্ষতিকর না হলেও দেখতে একটু বিশ্রী লাগে বলে অনেকেই ডার্ক সার্কেলের জন্য বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন। চোখের নিচে কালচে দাগের কারণে চোখও ছোট দেখায়। কিন্তু এই সমস্যা এতো কঠিন কিছু নয় যে এর সমাধান করা যাবে না। বরং অনেক সহজেই এই সমস্যার সমাধান করা যায়। শুধু মাত্র দুধ ব্যবহার করেই আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আর ডার্ক সার্কেল দূর করতে দুধ কীভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে আমাদের জানাবেন সায়মা জামান, বিউটি এক্সপার্ট, সায়মা বিউটি পার্লার।

ঠাণ্ডা দুধের ব্যবহার: দুধ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং কালচে দাগ দূর করে ত্বক নরম ও কোমল করতে সহায়তা করে। ঠাণ্ডা দুধ ডার্ক সার্কেলের সমস্যা সমাধানে বেশ কার্যকরী।

ঠাণ্ডা দুধ

তুলোর প্যাড

ব্যবহার পদ্ধতি:

ফ্রিজে রেখে দুধ ঠাণ্ডা করে নিন। বেশ খানিকটা ঠাণ্ডা করে নেবেন প্রায় বরফ শীতলের মতো।

এরপর এই দুধ তুলোর প্যাডে লাগিয়ে নিন। এরপর এই তুলোর প্যাড চোখ বন্ধ করে চোখের উপর চেপে লাগিয়ে নিন।

১০ মিনিট রিলাক্স করুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন।

দ্রুত ডার্ক সার্কেলের সমস্যা সমাধান হবে খুব সহজেই কোনো ধরণের ঝামেলা ছাড়াই।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৬, ২০১৮ ১০:৫৫ পূর্বাহ্ণ