২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৮

নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘অঙ্গজ’

বিনোদন ডেস্ক:

আগামী ২ ফেব্রুয়ারি থেকে নেপালের পোখারা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রায় ৩৫টি দেশের ৪০০-এর অধিক চলচ্চিত্রের মধ্য থেকে ৩০টি দেশের মোট ১৩টি পূর্ণদৈর্ঘ্য ও ৪০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে।

উৎসবে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড, ইরাক, ইরান, কাজাখস্তান, সিরিয়া, চিলি, জার্মানি, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, তাইওয়ান, মালয়েশিয়া, ফ্রান্স, রাশিয়া, গ্রিস, চীন, চেক প্রজাতন্ত্র, ব্রাজিল, ইতালি, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ফিলিপাইন, জর্জিয়া, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া, সার্বিয়া ও মিসরের নির্মাতাদের চলচ্চিত্র স্থান পেয়েছে।

জুরির দায়িত্ব পালন করবেন পেং শিয়াওলিয়ান (চীন), শুজো ইচিয়ামা (জাপান), ভিমুক্তি জয়াসুন্দরা (শ্রীলংকা), খলিল বেনিকারেন (কাতার), অশোক রানে (ভারত) ও মিন বাহাদুর ভাম (নেপাল)। উৎসবে বাংলাদেশ থেকে তামান্না সেতুর গল্প এবং খন্দকার সুমনের চিত্রনাট্য ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অঙ্গজ’ এবং সুপিন বর্মণের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পোস্ট মাষ্টার’ প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে।

নির্মাতা খন্দকার সুমন জানান, ‘শ্রেণি বিভক্ত সমাজে ভিন্ন ভিন্ন জীবনযাপনের গল্পগুলো কখনো কখনো একই বিন্দুতে এসে মিলে যায়। ভিন্নতার মাঝেও মানবিক আবেগ-অনুভূতি, অব্যক্ত যন্ত্রণা, জীবনের টানাপড়েনের গল্পগুলো শ্রেণি কাঠামোর ঊর্ধ্বে অদ্ভুতভাবে একই রকমের গল্প তৈরি করে।’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আইনুন পুতুল, প্রিয়াংকা বিশ্বাস, অনিক ইসলাম, হৃদয় হোসেন, সাইদুর রহমান রওনক প্রমুখ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ৪, ২০১৮ ৫:৫৭ অপরাহ্ণ