১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩২

দ্বিতীয় প্রস্তুতিতেও বাংলাদেশ যুবাদের হার

স্পোর্টস ডেস্ক:

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে টানা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ওটোগা ‘এ’ দলের কাছে ২৪ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ যুব দল। এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে একই দলের কাছে ৬ উইকেটে হেরেছিল সাইফ হাসান-আফিফ হোসেনের দল।

ডানেডিনের ইউনিভার্সিটি অব ওটোগা ওভালে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে ওটোগা ‘এ’ দল। জবাবে ব্যাটিংয়ে নেমে ৪৯.১ ওভারে ২৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বাংলাদেশের হয়ে সাইফ হাসান সর্বোচ্চ ৫৪ রান করেন। এছাড়া আমিনুল ৫২ এবং মাহিদুল খেলেন ৫২ রানের ইনিংস। ওটোগার হয়ে ডাফি সর্বোচ্চ চারটি উইকেট নেন।

এর আগে হকিন্স ও ভিসাবাদিয়ার জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে ওটোগা ‘এ’ দল। হকিন্স দলের হয়ে সর্বোচ্চ ১৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। ভিসাবাদিয়া খেলেন ১১২ রানের অপরাজিত ইনিংস।

বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ সর্বোচ্চ দুটি উইটেন পান। নাঈম নেন একটি উইকেট।

প্রসঙ্গত, আগামী ১৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডের সাতটি ভেন্যুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বাদশ আসর অনুষ্ঠিত হবে। ‘সি’ গ্রুপে ইংল্যান্ড, নামিবিয়া ও কানাডার মোকাবেলা করবে বাংলাদেশ যুব দল।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :জানুয়ারি ৪, ২০১৮ ৫:৪৩ অপরাহ্ণ