লালপুর (নাটোর) প্রতিনিধি:
চরাঞ্চলের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও পড়াশোনার উপকরনাদি নিয়ে পাশে দাড়িয়েছে মৃত্তিকা কমিউনিটি ডেভলপমেন্ট অর্গানাইজেশন (এমসিডিও)।
বুধবার (০৩ জানুয়ারি) নাটোরের লালপুর উপজেলার দক্ষিন লালপুর চরে অবস্থিত আলোর দরজা শিশু বিদ্যানিকেতন প্রাঙ্গনে ২৭ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও ৬ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরনাদি বিতরন করা হয়।
অর্গানাইজেশনের সভাপতি আবু শাহীনের সভাপতিত্বে ও সংস্থার নির্বাহী সম্পাদক মনজুর রহমান মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা শিক্ষা অফিসার ইয়াকুব আলী। এ সময় উপস্থিত ছিলেন প্রাকীর্তি ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, মানব কল্যাণ বিষয়ক পরিচালক তৌফিক সরোয়ার চপল, আলোর দরজা শিশু বিদ্যানিকেতন সভাপতি জাহাঙ্গীর আলম, ছায়া প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান, মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
দৈনিক দেশজনতা /এন আর