১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫১
A picture taken on October 23, 2015 in Maiduguri, northeast Nigeria, shows people standing in a mosque following a suicide bombing. At least 28 people were killed in a suicide bombing at a mosque in Maiduguri, northeast Nigeria, on Friday, raising fresh security concerns after a wave of similar attacks. Maiduguri has now been hit six times this month, killing a total of 76 people, according to an AFP tally, underscoring an increased risk to civilians after similar strikes in neighbouring states and near the capital, Abuja. AFP PHOTO/STRINGER

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক:

নাইজেরিয়ার ক্যামেরুন সীমান্তবর্তী একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় বুধবার ১৪ মুসল্লি নিহত হয়েছে। বেসামরিক শান্তিরক্ষা দলের সদস্যরা এএফপিকে এ কথা জানিয়েছে।

সন্দেহভাজন এক বোকো হারাম উগ্রবাদী স্থানীয় সময় ভোর ৫টায় গামবোরু মসজিদের ভিতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়।

একজন বেসামরিক মিলিশিয়া উমর কাচাল্লা জানান, ‘মসজিদটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংসস্তূপ থেকে ১৪ মুসল্লির লাশ উদ্ধার করা হয়েছে। শুধুমাত্র মুয়াজ্জিনই বেঁচে আছেন এবং ধ্বংসাবশেষের নিচে আরো লাশ রয়েছে বলে আন্দাজ করা হচ্ছে। ‘মৃতের সংখ্যা বাড়তে পারে।’

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :জানুয়ারি ৩, ২০১৮ ৯:০৩ অপরাহ্ণ