১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৩

শ্রীমঙ্গলে হেলিকপ্টার বিধ্বস্ত, আহত ৪

মৌলভীবাজার প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ চারজন আহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার বিজিবি ক্যাম্পে এ দুর্ঘটনাটি ঘটে।
শ্রীমঙ্গল বিজিবি’র একটি সূত্রে জানা যায়, কুয়েত থেকে কয়েকজন অফিসার নিয়ে ঢাকা থেকে শ্রীমঙ্গলে আসার পথে অবতরণের সময় হেলিকপ্টারটি শ্রীমঙ্গল বিজিবি ক্যাম্পে বিধ্বস্ত হয়। এ সময় বিমানের পাইলট ও কেবিন ক্রুসহ চারজন আহত হন। আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মহসীন জানান, আহতদের শ্রীমঙ্গল উপজেলা হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ৩, ২০১৮ ৬:৩৬ অপরাহ্ণ