নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ৭০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে। বুধবার বেলা ৩টার দিকে প্রায় ৭ লাখ টাকার ৭০ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যানটি আটক করা হয়।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মো. কায়ুম আলী সরদার জানান, কুমিল্লা থেকে ঢাকাগামী (ঢাকা-মেট্রো-ন-১৫-১৪৩৭) একটি পিকআপ ভ্যান ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া এলাকায় আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে এতে ৬৩টি প্যাকেটে ভর্তি ৭০ কেজি প্রায় গাঁজা পাওয়া যায়। ওসি আরো জানান, গাড়ি আটকানো হলে পিকআপ ভ্যানের চালক গাড়িটি রেখে পালিয়ে যান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
দৈনিকদেশজনতা/ আই সি