১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৪০

ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

অনলাইন ডেস্ক:
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে বড় ধরনের এক সড়ক দুর্ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছে। বুধবার পুলিশ একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
 এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘রাজ্যের রাজধানী জয়পুরে একটি টেম্পোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।’ এই ঘটনায় টেম্পোর চালকসহ ছয়জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরো দু’জন মারা যায়। অপর দু’জনের হাসপাতালে চিকিৎসা চলছে।’
তিনি আরো বলেন, ‘নিহতদের মধ্যে তিন নারী ও দুই শিশু একই পরিবারের সদস্য। তারা রাতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিল।’ প্রত্যক্ষদর্শীরা পুলিশকে বলেন, ট্রাকটি দ্রুত গতিতে চলছিল এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার তদন্ত চলছে। সিনহুয়া।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :জানুয়ারি ৩, ২০১৮ ৫:২৬ অপরাহ্ণ