১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৫

নোয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণ, বিচারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নে প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এলাকার বখাটে আনিছুল হকের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে ধর্ষক ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় ধর্ষকের বিচারের দাবিতে বুধবার দুপুরে এলাকার স্থানীয় লোকজন মানববন্ধন কর্মসূচি পালন করে। এর আগে শিশুটির বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জানা যায়, দীর্ঘদিন থেকে ওই শিশুর সঙ্গে আনিছুল হক বিভিন্ন সময়ে কুরুচিপূর্ণ আচরণ ও উত্ত্যক্ত করে আসছিল। এরই জের ধরে গত ২৩ ডিসেম্বর দুপুরে বসতঘরে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। ঘটনার পরপরই সুমাইয়ার বাবা স্থানীয় মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান এবং বিচার দাবি করেন। এতে সমাধান না হওয়ায় তিনি মঙ্গলবার রাতে চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এদিকে, ধর্ষকের বিচারের দাবিতে বুধবার দুপুরে এলাকাবাসী ও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বাংলাবাজার প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করে। এ ব্যাপারে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহিরুল আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ৩, ২০১৮ ৪:৪৯ অপরাহ্ণ