আন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ার রিভার্স রাজ্যে এক বন্দুক হামলায় গির্জায় প্রার্থনায় অংশ নেয়া কমপক্ষে ১৪ ভক্ত নিহত হয়েছে। সোমবার মধ্য রাতের এক প্রার্থনা সভায় অংশ নিয়ে ফেরার পথে তারা এ নির্মম হামলার শিকার হয়। দেশটির তেল সমৃদ্ধ এ রাজ্যে এটি ছিল সর্বশেষ সহিংস ঘটনা। পুলিশ সূত্র একথা জানায়। নিহতদের একজনের আত্মীয় উগোচি ওলুগবো বলেন, সোমবার রাত সাড়ে ১২ টার দিকে উপাসকদের একটি দলের ওপর ওই বন্দুকধারী বেপরোয়াভাবে গুলি বর্ষণ করে। তারা নববর্ষ উপলক্ষে আয়োজিত এক প্রার্থনা সভায় অংশ নিতে গির্জায় গিয়েছিল। দক্ষিণাঞ্চলীয় পোর্ট হারকোর্ট থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে ওমোকু শহরে এ হামলা চালানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সূত্র আরো জানায়, এতে ‘ঘটনাস্থলেই ১৪ জন নিহত ও ১২ জন মারাত্মকভাবে আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে।’ রিভার্স রাজ্য পুলিশের জনসংযোগ কর্মকর্তা নামদি ওমোনি জানান, তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি। ওমোনি বলেন, ‘পুলিশ কমিশনার আহমেদ জাকি অপরাধীদের গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে অভিযান শুরু করেছেন।’
দৈনিক দেশজনতা / আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

