১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

ছাত্রদলের সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক:

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের সমাবেশ ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মঙ্গলবার বিকেল তিনটায় এখানে ছাত্রসমাবেশ হওয়ার কথা রয়েছে। সমাবেশে যোগ দিবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।ছাত্রসমাবেশ ঘিরে সকাল থেকে নেতাকর্মীরা আসতে থাকে। এরই মধ্যে সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনী কড়া অবস্থান নিয়েছে।

ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি বলেন, ‘সমাবেশের অনুমতি আগেই নেওয়া আছে। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন। নেতাকর্মীরা উপস্থিত হলেও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেট খোলা হচ্ছে না।’ তিনি অভিযোগ করেন, ‘নজরুল ইসলাম নামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের এক ব্যক্তি জানিয়েছেন, পুলিশ তাদের গেট খুলতে নিষেধ করেছেন।’

আব্দুস সাত্তার পাটোয়ারি স্বীকার করেন, সকাল সাড়ে ১০টার দিকে এই এলাকায় একাধিক ককটেলের বিস্ফোরণ হয়। তবে তিনি দাবি করেন, এর সঙ্গে ছাত্রদলের কেউ জড়িত নন। শাহবাগ থানার এসআই দিদার জানান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এরপর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, এমন প্রেক্ষাপটে বিএনপি দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ ডেকেছে। বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল তাদের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই ছাত্রসমাবেশের আয়োজন করেছে। উল্লেখ, ১৯৭৯ সালে ১ জানুয়ারি ছাত্রদল প্রতিষ্ঠা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :জানুয়ারি ২, ২০১৮ ১:০৫ অপরাহ্ণ