১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৬

শিক্ষকদের অনশনস্থলে শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

দাবি আদায়ে নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশন ভাঙাতে মঙ্গলবার সকালে অনশনস্থলে পৌঁছেছেন সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।এমপিওভূক্তির দাবিতে শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে গত তিনদিন ধরে টানা অনশন চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার বেলা ১১টায় অনশনরত ৩৩ জন শিক্ষক অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে গুরুতর অসুস্থদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষকেরা জানিয়েছেন, গত রোববার সকাল থেকে অামরণ অনশনের করলেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। সকালে সরেজমিনে দেখা যায়, বিগত তিন ধরে আমরণ অনশনে থাকায় অধিকাংশ শিক্ষক দুর্বল হয়ে পড়েছেন। সবাইকে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। আন্দোলনকারী সংগঠনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার, সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রয়সহ ২০ জনের মত ব্যক্তিকে স্যালাইন দিতে দেখা গেছে।

নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য রাশেদুল ইসলাম রাশেদ বলেন, অনশন করায় ইতোমধ্যে ৩৩ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছে। যারা গুরুতর অসুস্থ হয়েছে, তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদেরকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২, ২০১৮ ১১:৫৮ পূর্বাহ্ণ