১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৮

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

হঠাৎ করে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘জরুরি সংবাদ সম্মেলনে ব্রিফ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’ তবে কেন এই জরুরি সংবাদ সম্মেলন সে বিষয়ে কিছু জানাতে পারেননি শায়রুল কবির।

ধারণা করা হচ্ছে, ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে সমাবেশ করার বিষয়ে ব্রিফ করবেন মির্জা ফখরুল। বিএনপি প্রতিবছর ওইদিনকে ‘গণতন্ত্রের কালো দিবস’ পালন করে থাকে। ইতোমধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৫ জানুয়ারি সমাবেশ করার অনুমতি চেয়েছে দলটি। বিপরীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ দিনটিকে ‘গণতন্ত্রের মুক্তি দিবস’ পালন করে থাকে। এবারো দিনটি ঘিরে আওয়ামী লীগ ঢাকা মহানগরীতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।

এরই মধ্যে কর্তৃপক্ষ সোহরাওয়ার্দী উদ্যানে ৫ জানুয়ারি ইসলামিক ইউনাইডেট পার্টি নামের একটি দলকে সমাবেশ করার অনুমতি দিয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে জরুরি সংবাদ সম্মেলন ডাকল বিএনপি।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :জানুয়ারি ২, ২০১৮ ১১:৫৩ পূর্বাহ্ণ