৬ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:৪১

টিনের চালে আম

#টিনের চালে আম#
#শফিকুর রহমান আদর#

…………………………………….

টিনের চালে আম পড়ল,
দুম্!!
মাঝরাতে মোর ভাঙল সুখের
ঘুম।
গেলাম তো হায় অসময়ে
জেগে,
ঘুমে দু’চোখ গিয়েছিল খুব
লেগে,
কিন্তু আমার বিধি ছিল
বাম,
মাঝরাতে মোর ঘুম ভাঙাল
আম।

প্রকাশ :মে ২১, ২০১৭ ৩:০৯ অপরাহ্ণ