#টিনের চালে আম#
#শফিকুর রহমান আদর#
…………………………………….
টিনের চালে আম পড়ল,
দুম্!!
মাঝরাতে মোর ভাঙল সুখের
ঘুম।
গেলাম তো হায় অসময়ে
জেগে,
ঘুমে দু’চোখ গিয়েছিল খুব
লেগে,
কিন্তু আমার বিধি ছিল
বাম,
মাঝরাতে মোর ঘুম ভাঙাল
আম।
#টিনের চালে আম#
#শফিকুর রহমান আদর#
…………………………………….
টিনের চালে আম পড়ল,
দুম্!!
মাঝরাতে মোর ভাঙল সুখের
ঘুম।
গেলাম তো হায় অসময়ে
জেগে,
ঘুমে দু’চোখ গিয়েছিল খুব
লেগে,
কিন্তু আমার বিধি ছিল
বাম,
মাঝরাতে মোর ঘুম ভাঙাল
আম।