নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করেছে বিএনপি। রোববার (২১ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে বেআইনিভাবে তল্লাশি চালানোর অভিযোগ এনে এ দাবি জানানো হয়। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মিথ্যা অভিযোগে যে তল্লাশি চালানো হয়েছে, তা নজিরবিহীন। বিএনপি যখন শান্তিপূর্ণ, গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার উদ্যোগ শুরু করেছে, ভিশন-২০৩০ দিয়েছে, এরপর এ ধরনের আগ্রাসন গণতন্ত্রের ন্যূনতম ভবিষ্যৎ নষ্টের পাঁয়তারা এবং এটা উসকানিমূলক আচরণ। এটি দেশের রাজনীতির জন্য অশনিসংকেত। বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবদিন পিআরপিসির ৯৬ ও ১০৩ ধারা তুলে ধরে বলেন, বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আইন বহির্ভূতভাবে তল্লাশি চালানো হয়েছে।