১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৯

ঢাকায় ৬ জানুয়ারির মধ্যে পোস্টার সরাতে ইসি’র চিঠি

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার উত্তর ও দক্ষিণ উভয় সিটি করপোরেশনের উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার-ব্যানারসহ নির্বাচনি প্রচারণনামূলক সামগ্রী সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ও কাউন্সিলর নির্বাচন এবং দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের শেষ দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আগামী ৬ জানুয়ারির মধ্যে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, বিলবোর্ড, তোরণ, দেয়াল লিখনসহ সব ধরনের প্রচারণা সরাতে নির্দেশ দিয়ে ঢাকা বিভাগীয় কমিশনারকে একটি চিঠি দিয়েছে ইসি। ইসির যুগ্মসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহম্মদ খান রোববার এ চিঠি দিয়েছেন বলে জানা গেছে।

নির্বাচন কমিশন সূত্রে আরো জানা যায়, আগামী সপ্তাহে এই উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ডিসেম্বর ৩১, ২০১৭ ৭:৩৭ অপরাহ্ণ