১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২০

আফগানিস্তানের নতুন কোচ সিমন্স

স্পোর্টস ডেস্ক:

আফগানিস্তান ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন ফিল সিমন্স। ভারতীয় লালচাঁদ রাজপুতের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সিমন্স। নিয়োগ দেয়ার মাত্র তিন মাস পরই ভারতীয় সাবেক ব্যাটসম্যান লালচাঁদ রাজপুতকে বরখাস্ত করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হওয়া সিমন্স আগামী ৮ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন। দলের নতুন কোচ হিসেবে তার প্রথম এসাইনমেন্ট আগামী ফেব্রুয়ারীতে শারজাহতে জিম্বাবুয়ের বিপক্ষে সিমিত ওভারের সিরিজ।
ইতোপূর্বে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ দলের কোচের দায়িত্ব পাওয়া সিমন্স কিছু দিন আগে বাংলাদেশ দলের কোচ হওয়ার জন্যও সাক্ষাৎকার দিয়েছেন।

গত বছর আফগান দলের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করা সিমন্স সম্পর্কে এসিবি প্রধান নির্বাহী শফিক স্তানিকজাই বলেন, ‘আমাদের দল সম্পর্কে ভালো ধারণা থাকায় আমরা সিমন্সকে নিয়োগ দিয়েছি। তিনি ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের কোচের দায়িত্ব পালন করেছেন এবং বিশ্বকাপ বাছাই পর্বে এ তিন দলের বিপক্ষে আফগানিস্তান খেলবে।’

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ডিসেম্বর ৩১, ২০১৭ ৭:০৭ অপরাহ্ণ