২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০৯

দেশ এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের প্রত্যক্ষ মদদ, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা এবং বিচারহীনতার কারণেই দুষ্কৃতিকারীরা এ ধরনের অপকর্ম সাধনে আরো বেশি উৎসাহিত হচ্ছে। ফলে দেশ এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে।’ তিনি বলেন, ‘সন্ত্রাসের মাধ্যমে জনগণকে ভীত-সন্ত্রস্ত করে ক্ষমতার মসনদ দীর্ঘস্থায়ী করা যায় না, বরং ভয়াবহ দুঃশাসনের মাধ্যমে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যেকোনো স্বৈরাচারী শাসকগোষ্ঠী।’

রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো দলের সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে  তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘গত ২৯ ডিসেম্বর টাঙ্গাইল জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীরা। অথচ চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করতে গেলে মামলা নিতে অস্বীকার করে থানা পুলিশ।’ ‘সন্ত্রাসীদের এই ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত’ ঘটনা এবং ঘটনার পর থানায় মামলা নিতে পুলিশের অস্বীকৃতি জানানো হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশব্যাপী চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ হিসেবেই টাঙ্গাইল জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে আওয়ামী দুষ্কৃতিকারীরা। রাষ্ট্র ক্ষমতা পুনরায় জোর করে অবৈধ পন্থায় দখলের উদ্দেশ্যে বর্তমান বিনা ভোটের সরকার জনগণকে ভয় পাইয়ে দিতে শহর কিংবা গ্রাম সর্বত্রই এ ধরনের ঘৃণ্য আক্রমণ অব্যাহত রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রতিদিন ও প্রতিনিয়ত বিএনপি এবং অঙ্গ সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতারের পাশাপাশি সরকারি দলের সন্ত্রাসীদের এ ধরনের হামলায় সহযোগিতা করছে।’ টাঙ্গাইল জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান মির্জা ফখরুল।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ৩১, ২০১৭ ৩:০৬ অপরাহ্ণ