১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৫

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে ওই দম্পতির ছেলে। শনিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকার ফারুক খান (৩৫) ও তার স্ত্রী পলি আক্তার (৩০)। দুর্ঘটনায় আহত হয়েছে তাদের ছেলে মারুফ (৮)।

সালনা-কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা জানান, গাজীপুরের চন্দ্রা থেকে মোটরসাইকেলে করে স্ত্রী ও ছেলেকে নিয়ে বাসায় ফিরছিলেন ফারুক খান। তারা কড্ডা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

তাদেরকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পলি আক্তারকে মৃত ঘোষণা করেন। এর ঘণ্টা খানেক পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক খান। তাদের ছেলে আহত মারুফ ওই হাসপাতালে চিকিৎসাধীন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ৩১, ২০১৭ ১:১৬ অপরাহ্ণ