নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যলেয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের এক শিক্ষার্থীকে হল ছাড়া করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সভাপতি ইফাত জাহান ইসার বিরুদ্ধে। ভুক্তভোগী হুমায়রা খাতুন হিমু বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
হলসূত্রে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের সাহিত্যবিষয়ক সম্পাদক ও শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি খালেদা হোসাইন মুন হলের সভাপতি থাকাকালে ওই শিক্ষার্থীকে হলের প্রত্যয় বিল্ডংয়ের ১০১ নাম্বার রুমের ডি নাম্বার সিটে থাকতে দেয়া হয়। কিন্তু হলের নতুন কমিটি দেয়ার পর বর্তমান সভাপতি ওই শিক্ষার্থীকে বিভিন্ন ধরণের হুমকি দিতে থাকে। দলীয় সবধরণের কর্মসূচিতে অংশগ্রহণ করেও রেহাই মিলেনি তার।
ভুক্তভোগী জানান, ক্লাস বন্ধ থাকায় গত নভেম্বরে বাড়ি যান তিনি। এই সুযোগে তার জিনিসপত্র সরিয়ে ফেলেন ছাত্রলীগ নেত্রী ইসা। পরে ওই সিটে তার এক অনুসারীকে থাকতে দেন তিনি। এরপর অনেক অনুরোধ করেও সিট ফেরত পাননি ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এ অবস্থায় নিজের পড়ালেখা চালিয়ে নেয়া সম্ভব হবে কিনা সে বিষয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ঢাকায় শহরে আমার থাকারমত কোন জায়গা নেই। সিট ফিরে না পেলে পড়ালেখা বন্ধ করে দেয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে অসম্মতি জানান ইফাত জাহান ইসা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান বলেন, এধরনের কোনো খবর আমি শুনিনি।
দৈনিক দেশজনতা /এমএইচ