১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৭

মেহেরপুরে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরে মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় ওয়াহেদ আলী নামে অষ্টম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে রাজাপুর গ্রামের চঞ্চলের ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। ওয়াহেদ ঐ গ্রামের মিজানুর রহমানের ছেলে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, সকালে হরিরামপুরে নানির বাড়ি থেকে মাছ নিয়ে সাইকেলযোগে বাড়ি আসছিল ওয়াহেদ। রাজাপুর গ্রামের চঞ্চলের ইটভাটার কাছে পৌঁছালে পেছন থেকে একটি ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওয়াহেদের মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ট্রাক্টরটি আটক করে। তবে ঘটনার পর পরই পালিয়েছে এর চালক। চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ৩১, ২০১৭ ১২:৩৩ অপরাহ্ণ