১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৮

জেএসসিতে ফেল করায় কিশোরীর আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে শামীমা আক্তার শিউলি নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার রাতে উপজেলার নলতা ইউনিয়নের বাগনলতা গ্রামের নিজ বাড়িতে সে আত্মহত্যা করে।

শামীমা আক্তার শিউলি বাগনলতা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে ও নলতা কেবি আহসানউল্লাহ প্রি-কাডেট অ্যান্ড হাইস্কুলের শিক্ষার্থী। নলতা কেবি আহসানউল্লাহ প্রি-কাডেট অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রী কুমার জানান, শামীমা আক্তার শিউলি পাঁচটি বিষয়ে লেটার মার্ক পেলেও অংকে ফেল করেছে। সন্ধ্যায় খবর পাই সে আত্মহত্যা করেছে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ৩১, ২০১৭ ১১:২৪ পূর্বাহ্ণ