১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০১

জেএসসিতে বরিশাল বোর্ডে প্রথমস্থান অধিকার করেছে ভোলা জেলা

ভোলা প্রতিনিধি :

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হারের দিক থেকে বরিশাল শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে ভোলা জেলা। এ জেলায় পাসের হার ৯৭ দশমিক ৯৮ শতাংশ। আজ শনিবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত ফলাফল থেকে জানা গেছে, জেলার ২৭৭টি বিদ্যালয় থেকে এ বছর মোট ১৯ হাজার ১৩ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ১৮ হাজার ৬২৯ জন। এদের মধ্যে ছেলে ৯ হাজার ৪ জন এবং মেয়ে ৯ হাজার ৬২৫ জন।
জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৮৭ জন। যাদের মধ্যে ছেলে ৬২২ জন এবং মেয়ে ৭৬৫ জন। ইবতেদায়িতে ৯৭.৭৩ শতাংশ। জেলায় প্রাথমিকে অংশগ্রহণ করেছিলো ৩৮ হাজার ৬৬৮ জন। এর মধ্যে পাস করেছে ৩৫ হাজার ৩৭৮ জন। যার ১৪ হাজার ৯১০ জন বালক এবং ২০ হাজার ৪৬৮ জন বালিকা। জেলায় প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ৯৩৫ জন। এদের মধ্যে বালক ৪০১ জন এবং বালিকা ৫৩৪জন।
এদিকে জেলায় ইবতেদায়িতে অংশ নিয়েছিলো ৭ হাজার ৫০২ জন। এর মধ্যে পাস করেছে ৬ হাজার ২৪৫ জন। যার ২ হাজার ৫৪১ জন বালক এবং ৩ হাজার ৭০৪ জন বালিকা। ইবতেদায়িতে জিপিএ-৫ পেয়েছে ৬৪ জন। এদের মধ্যে বালক ৩১ জন এবং বালিকা ৩৩ জন। ভোলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম এ তথ্য জানিয়েছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ৩০, ২০১৭ ৬:৪৯ অপরাহ্ণ