১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫০

পীরগাছায় গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যা আটক ২

রংপুর প্রতিনিধি :

রংপুরের পীরগাছায় এক গৃহবধূকে শসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার কান্দি ইউনিয়নের পূর্ব পাঠক শিকড় গ্রামে। এঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব পাঠক শিকড় গ্রামের ওয়াহেদ মন্ডলের ছেলে রফিকুল ইসলাম অপু মিয়ার সঙ্গে ঠাকুরগাঁও জেলার রাণীশৈংকল গ্রামের আজিম মিয়ার মেয়ে সাগরিকার ৪ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামী ও তার পরিবারের লোকজন নির্যাতন করে আসছিল। ঘটনার দিন শুক্রবার আবারো যৌতুকের জন্য সাগরিকাকে মারপিট করে। পরে এঘটনার জের ধরে শনিবার ভোরে স্বামী অপু মিয়া ও তার পরিবারের লোকজন সাগরিকাকে শ্বাসরোধে হত্যা করে।
এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাশবর্তী বাড়ির দুই জনকে আটক করা হলেও অপু ,মাহাবুব ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। পুলিশ সুরতহাল রিপোর্ট করে লাশ মর্গে প্রেরণ করেছে।
পীরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে হত্যার আলামত পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ৩০, ২০১৭ ৬:৪৫ অপরাহ্ণ