নিজস্ব প্রতিবেদক:
এবছর রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষার্থী ছিল মোট ১৭ জন। এর মধ্যে মাত্র দু’জন করে শিক্ষার্থী ছিল তিন বিদ্যালয়ে। এসব প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল করেছে।
শনিবার বেলা সোয়া ২টার পর বোর্ডের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তরুণ কুমার সরকার।
পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর জানিয়েছে, শূন্য পাসের ওই ৫ বিদ্যালয়ের মধ্যে সর্বাধিক আটজন পরীক্ষার্থী ছিল বগুড়া জেলার ধুনট উপজেলার আনারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের। তিন জন পরীক্ষার্থী অংশ নেয় রাজশাহীর দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে।
দু’জন করে পরীক্ষার্থী ছিল রাজশাহীর মোহনপুর উপজেলার সইপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, পুঠিয়ার বেলপুকুরিয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং বগুড়ার ধুনট উপজেলার কাহাধুলি সাপা নিম্ন মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তরুণ কুমার সরকার বলেন, এসব বিদ্যালয় শুধুমাত্র প্রাথমিক অনুমোদন পেয়েছে। ধারাবাহিতভাবে তারা এমন ফলাফল করলে কারণ খুঁজে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবে বোর্ড। এরপর মন্ত্রণালয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

