১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৫

দেশের প্রথম ইবিএল ডিয়া চালু করেছে ইস্টার্ন ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:

দেশে প্রথমবারের মতো আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (এআই) ভিত্তিক ব্যাংকিং চ্যাটবট ‘ইবিএল ডিয়া’ (ইবিএল ডিজিটাল ইন্টারেকটিভ এজেন্ট) চালু করেছে ইস্টার্ন ব্যাংক।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চ্যাটবটটি উদ্বোধন করেন ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার ।

ব্যাংকিং সেবায় প্রবর্তিত এই চ্যাটবটে বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে গ্রাহকরা তাদের একাউন্ট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ডসহ অন্যান্য বিষয়ে তথ্য লাভ করতে পারবেন।

অনুষ্ঠানে রেজা ইফতেখার বলেন, ‘ইস্টার্ণ ব্যাংক লিমিটেড বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে তার গ্রাহকদের জন্য আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ভিত্তিক সেবা চালু করতে পেরে গর্বিত। আমরা নিশ্চিত এর ফলে গ্রাহকরা তাদের সময় ও ব্যাংকিং অধিকতর কার্যকরভাবে ব্যবস্থাপনার সুযোগ পাবেন। ইবিএল সব সময়ই নতুন কিছু প্রবর্তন করে আসছে এবং ভবিষ্যতেও বিভিন্ন আকর্ষণীয় পণ্য ও সেবা আনয়নের মাধ্যমে সবার জন্য ব্যাংকিং লেনদেনকে ‘সিম্পল’ করার প্রচেষ্টা অব্যাহত রাখবে।’

ইবিএল ডিয়া বর্তমানে ফেসবুক ম্যাসেঞ্জারে পাওয়া যাচ্ছে এবং অদূর ভবিষ্যতে ভাইভার ও টুইটারেও পাওয়া যাবে। গ্রাহকদের অভিজ্ঞতা ও ফিডব্যাকের আলোকে ইবিএল অব্যাহতভাবে হালনাগদ করাসহ চ্যাটবটে নতুন নতুন ফিচার যুক্ত করবে। ব্যাংকিং সেবাকে ডিজিটালাইজ করার ক্ষেত্রে এটি ইবিএলের একটি বড় পদক্ষেপ, যার মাধ্যমে সেবার মানে উৎকর্ষতা আসবে এবং গ্রাহকদের জন্য ব্যাংকিং উপভোগ্য হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইবিএল কনজ্যুমার ব্যাংকিং বিভাগের প্রধান নাজিম এ চৌধুরী, হেড অব বিজনেস খোরশেদ আনোয়ার এবং ডিজিটাল ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান তাসনিম হোসেন উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ৩০, ২০১৭ ৫:৩০ অপরাহ্ণ