২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৪৪

রাকায় ২টি গণকবরের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার রাকা প্রদেশে দু’টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। আইএস (ইসলামিক স্টেট) জিহাদিরা অনেক বেসামরিক ও সামরিক লোককে হত্যা করে এ দু’টি গণকবরে তাদের লাশ চাপা দেয়। শুক্রবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা একথা জানায়।
স্থানীয় বাসিন্দাদের দেয়া তথ্যের ভিত্তিতে তুরস্ক সীমান্তবর্তী এ প্রদেশের পশ্চিমে ওয়াবি এলাকার নিকটবর্তী স্থান থেকে লাশগুলো উদ্ধার করা হয়। বার্তা সংস্থা জানায়, তাদেরকে হত্যা করা হয়েছিল। সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে সানার খবরে বলা হয়, গণকবর দু’টির আকার অনেক বড় হওয়ায় এ উদ্ধার অভিযান শেষ করতে বেশ কয়েকদিন লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সানা জানায়, কবে নাগাদ এসব লোককে হত্যা করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য, এক সময় দখল করে নেয়া প্রায় সকল ভূখণ্ডেরই বর্তমানে নিয়ন্ত্রণ হারিয়েছে ইসলামিক স্টেট গ্রুপ। ২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিস্তৃত এলাকা দখল করে এ জঙ্গি গ্রুপ ‘খিলাফত’ ঘোষণা করেছিল। বাসস
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :ডিসেম্বর ৩০, ২০১৭ ১:০৩ অপরাহ্ণ