২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৫১

এবার পিইসি’র ফল ফাঁস

নিজস্ব প্রতিবেদক:

আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করার আগেই ফাঁস হয়েছে পিইসি’র ফল। গত রাতে একটি অ্যাপস-এ এই ফল ফাঁস হওয়ার খবর প্রকাশিত হয়। সন্ধ্যার পর থেকেই এ অ্যাপসের মাধ্যমে ফল পাওয়া যায়। বেশ কয়েকজন অভিভাবক গণমাধ্যমে ফোন করে ফল পাওয়ার বিষয়টি জানান।
এদিকে, আজ শনিবার সকাল ১১ টায় প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রাথমিকে পাসের হার ৯৫.১৮ ও ইবতেদায়িতে পাসের হার ৯২.৯৪ শতাংশ। অল্প কিছুক্ষণের মধ্যে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার (জেডিসি) ফলও প্রকাশ করা হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ৩০, ২০১৭ ১২:৫৫ অপরাহ্ণ