১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৭

রোনালদোর হাতে ‘গ্লোব সকার অ্যাওয়ার্ড

স্পোর্টস ডেস্ক:
তৃতীয়বারের মতো গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০১৭ সালের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে এ পুরস্কার জিতেন তিনি।  বর্ষসেরা কোচ হয়েছেন রিয়ালেরই জিনেদিন জিদান। বৃহস্পতিবার রাতে দুবাইয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
রোনালদো ও জিদান ছাড়াও সেরা ক্লাবের পুরস্কার জিতেছে রিয়াল মাদ্রিদ। আর স্প্যানিশ লা লিগা হয়েছে পেয়েছে সেরা লিগের স্বীকৃতি। রোনালদোর সঙ্গে লিওনেল মেসি আর নেইমাররা রোনালদোর প্রতিপক্ষ হলেও ব্যালন ডি’অরের মত এখানেও সবাইকে হারিয়ে দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার।
তবে পুরস্কার প্রদান অনুষ্ঠানে রোনালদো ছিলেন না। পরে এক ভিডিও বার্তায় রিয়াল তারকা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমার জন্য এটা বিশেষ একটা মুহূর্ত। আমি খুবই খুশি। আমার দলের সতীর্থ, কোচ এবং রিয়াল মাদ্রিদকে ধন্যবাদ। আসলেই দুর্দান্ত একটা বছর কেটেছে।’
ফুটবলে অবদানের স্বীকৃতস্বরুপ ‘প্লেয়ার ক্যারিয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছেন ইতালিয়ান ক্লাব রোমার ফুটবলার ফ্রান্সেসকো টট্টি এবং বার্সেলোনার সাবেক ফুটবলার কার্লোস পুয়োল। ইতালির সাবেক ফুটবলার এবং কোচ মার্সেলো লিপ্পি জিতেছেন ‘কোচ ক্যারিয়ার অ্যাওয়ার্ড’।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ডিসেম্বর ২৯, ২০১৭ ৪:০৫ অপরাহ্ণ